ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সংসারে অশান্তির বার্তা, ভুল বুঝতে পেরে যা বললেন নিরবের স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সংসারে অশান্তির বার্তা, ভুল বুঝতে পেরে যা বললেন নিরবের স্ত্রী

ঢাকাই সিনেমার নায়ক নিরব ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে। তবে এই বিয়ে তখন মেনে নেননি নিরবের শ্বশুর।

 

কারণ, ১০ মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা। এ ঘটনায় নিরবের নামে অপহরণ মামলা ঠুকে দেন ঋদ্ধির বাবা। বাধ্য হয়ে টানা ১৫ দিন পালিয়ে থাকতে হয় নবদম্পতিকে।

এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবেই প্রকাশ্যে আসেন নিরব-ঋদ্ধি। আগামী ২৬ ডিসেম্বর তাদের সংসারের ১১ বছর পূর্তি হতে যাচ্ছে। এর মাঝে তাদের ঘরে এসেছে দুই কন্যা সন্তান।

তবে এবার ঋদ্ধির কাছ থেকে এল অশান্তির বার্তা। পরক্ষণেই যদিও বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলছেন তিনি।  

নিরবের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ঋদ্ধি।  

প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না।

দ্বিতীয় দীর্ঘ পোস্টে ঋদ্ধি লেখেন, নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না! তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য, অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।

এদিকে নিজের ভুল বুঝতে পারেন ঋদ্ধি। সে কথা জানিয়ে আবারও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।  

বুধবার দুপুরে এক পোস্টে তিনি লেখেন, গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। তিনি স্পষ্টতই আমার সঙ্গে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল, এটি একতরফা যোগাযোগ ছিল। এই যোগাযোগের জন্য তিনি (নিরব) কোনোভাবেই দায়ী ছিলেন না। তাই বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো প্রশ্নই আসে না এখানে।

এরপর তিনি আরও লেখেন, আমি তৎক্ষণাৎ রাগের বশবর্তী হয়ে স্ট্যাটাসটি পোস্ট করেছিলাম। আমার বিনীত অনুরোধ দয়া করে উক্ত বক্তব্যের ওপর ভিত্তি করে কোন সংবাদ প্রকাশ করবেন না।

এদিকে জানা যায়, বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গিয়েছেন চিত্রনায়ক নিরব। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।