ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

স্কুল ফাঁকি, শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
স্কুল ফাঁকি, শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!

বর্তমানে সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি পিরোজপুরে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া।

নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পরী তার ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, একঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছেন। পরীও তাদের সঙ্গে কথা বলছেন।

ভিডিওতে পরীমণি মজার ছলে বলেন, ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, বিকাল বেলায় আবারও এসো।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পরীমণি লেখেন, আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।

তার এই পোস্টের ঘরে ভক্ত-অনুরাগীরা নায়িকার প্রশংসা করে নানা মন্তব্য করে যাচ্ছে। আর পরীমণিও সেই ভালোবাসা উপভোগ করছেন মনের আনন্দে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।