ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

রিয়াদে এসে আমি মুগ্ধ: জেমস

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
রিয়াদে এসে আমি মুগ্ধ: জেমস রিয়াদে মঞ্চ মাতালেন জেমস। ছবি: ডিএইচ বাদল

রিয়াদ থেকে: সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস। তার গান উপভোগ করতে সৌদির রাজধানী রিয়াদের আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বললেন, এখানে এত মানুষ, দর্শক আছে, রিয়াদে এসে আমি মুগ্ধ।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে শুক্রবার ( ২২ নভেম্বর)  রাতে বাংলাদেশ উৎসবে গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসীদের।

কনসার্ট শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের  জেমস বলেন, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বেঁচে থাকলে আবার নিশ্চয়ই রিয়াদে আসবো।

সৌদি তরুণ  বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, এখানে তারা এসেছেন, বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এখানে বার বার আসবো।

জেমস বলেন,  গ্লোবাল হারমনির আয়োজক, বিশেষ করে মিডিয়া মিনিস্ট্রিকে  আমি ধন্যবাদ জানাই।

ছবি: ডিএইচ বাদল

এর আগে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে  একের পর এক গান গেয়ে মাতান জেমস।  তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল  ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’,  ‘পাগলা হাওয়ার তোড়ে’,  ‘না জানি কোহি’ প্রভৃতি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’

জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা।  

আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে  ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ।  ছবি: ডিএইচ বাদল

জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’।  সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। আগামীকাল শনিবার এই উৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা,  নভেম্বর ২৩, ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।