ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রবাসীদের মাতাতে রিয়াদ আসছেন নগর বাউল জেমস

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
প্রবাসীদের মাতাতে রিয়াদ আসছেন নগর বাউল জেমস

রিয়াদ থেকে: সৌদি  প্রবাসীদের গান শোনাতে রিয়াদে আসছেন নগর বাউল জেমস। শুক্রবার ( ২২ নভেম্বর) সেখানে বাংলাদেশ উৎসবে গাইবেন তিনি।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বুধবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ উৎসব। এই উৎসবে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী গান গাইবেন। এর মধ্যে অন্যতম হলেন জেমস।

জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনও তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবেন জেমস।

তার রিয়াদে আসার খবরে ইতোমধ্যেই  উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ প্রবাসী সিরাজুল ইসলাম তুষার বাংলানিউজকে বলেন, রিয়াদে প্রিয় শিল্পী জেমস গান গাইবেন। এই খবরে সবাই আমরা প্রবাসীরা আনন্দিত। প্রবাসীরা জেমসের গান শোনার জন্য অধীর অপেক্ষা করছেন।

সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয়  'জীবনের গুণমান' কর্মসূচির অংশ হিসেবে 'গ্লোবাল হারমনি' ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের  অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে রিয়াদ সিজন ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গেল ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে। এই ইভেন্টগুলোতে সাংস্কৃতিক, শৈল্পিক এবং লোকজ কার্যক্রম এবং বিভিন্ন শো দেখানো হবে, যেখানে বাসিন্দাদের দেশগুলোর মিডিয়া আউটলেটগুলোও উপস্থিত থাকবে।

রিয়াদ সিজনে ৯ টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, সিরিয়া প্রভৃতি দেশ এবার রিয়াদ সিজনে অংশ নিচ্ছে। ৪৫ দিন ধরে চলা এই উৎসবে বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
টিআর/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।