ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সুবিধা বঞ্চিতদের জন্য শাকিবের বিশেষ ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সুবিধা বঞ্চিতদের জন্য শাকিবের বিশেষ ঘোষণা

জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক তারকা বেষ্টিত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

চলতি বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্সকিনে’- স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের কাজে।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান বলেন, অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দীঘি, সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সঙ্গীত জগতের আরও অনেক বিখ্যাত তারকা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।