ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

‘আপন মানুষ’-এ সালমার সঙ্গী হলেন রনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
‘আপন মানুষ’-এ সালমার সঙ্গী হলেন রনি

এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশিই ব্যস্ত ছিলেন তিনি।

কিন্তু নিজের পেশাগত কাজ অর্থাৎ গান করা থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেননি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শো’তেও ব্যস্ত ছিলেন তিনি।

যদিও এই সময়ে খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তারপরও সালমা আশাবাদী যে আগামী ডিসেম্বর, জানুয়ারিতে তিনি স্টেজ শো’তে ব্যস্ত সময় কাটাবেন।

কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতোদিনে’ শিরোনামের এই গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকন্ঠে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’এর ফাইনালিস্টের গায়িকা ইসফাতারা কায়সার রনি।

তবে শ্রোতা দর্শকের জন্য ভালোলাগার খবর হচ্ছে সালমা’র কণ্ঠে নতুন আরও একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামক ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈত কন্ঠে গেয়েছেন রনি। ‘আপন মানুষ’ শিরোনামের এই গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রোহান রাজ।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, একটা সময় আমার যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু আমাকে ভীষণ সহযোগিতা করতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া, ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট, সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র আমিও তাদেরকে সহযোতিা করতে চাই, ভালো গান করলে অনুপ্রেরণা দিতে চাই।

রনির ব্যাপারে সালমা বলেন, রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। আমরা আত্মীয়। রনি আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে যে তার ভালোবাসার কাছে হার মানতে হয় আমাকে। যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমিতো বলব, রনির কারণেই এই মৌলিক গানটি হলো। গানটির কথা ও সুর ভীষণ ভালোলাগার। আমার বিশ্বাস এই গানে মুগ্ধ হবেন শ্রোতারা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।