ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দ্য কেইজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দ্য কেইজ’

দেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’।  এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে।

 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।  

আয়োজকরা জানান, এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতাই নয় বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে এবং যেখানে শিল্পীরা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবেন। দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেইজ’র আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ ১শ জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরবর্তীতে নকঅফ রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ইভেন্টের বিচারক প্যানেলে যারা থাকছেন, এভোয়েডরাফা ব্যান্ডের ভোকালিস্ট রাইফ আল-হাসান রাফা; ওয়ারফেজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর; আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন এবং সঙ্গীতশিল্পী তাসফি।

গেস্ট বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব; বে অব বেঙ্গল ব্যান্ডের বখতিয়ার হোসাইন; আর্টসেল ব্যান্ডের সাইফ আল নাজী সেজানসহ অন্যান্য তারকা ব্যান্ড শিল্পীরা শো-এর বিভিন্ন পর্যায়ে অংশ নিবেন বলে জানানো হয়।  

এছাড়াও তাহসান রহমান খান, এলিটা করিম ও মিলা ইসলামসহ বিভিন্ন একক তারকারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। ‘দ্য কেইজ’ হোস্ট করবেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ হোস্ট হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী।  

শো-এর সানকেন মশ পিট মঞ্চের সুবাদে পারফর্মার ও দর্শকরা পরস্পরকে খুব কাছ থেকে দেখতে পাবেন।  

শো-এর বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কভারে ফিচার হওয়ার সুযোগ, নিজেদের গান রেকর্ড ও একটি কনসার্ট করার সুযোগ এবং মারচেন্ডাইজ ডিল।

দ্য কেইজ’র তত্ত্বাবধায়নে থাকবেন কিংবদন্তি ব্যান্ড ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা ফোয়াদ নাসের বাবু; মাইলস’র গিটারিস্ট মানাম আহমেদ এবং ওয়ারফেজ’র ড্রামার শেখ মনিরুল ইসলাম টিপু’র মতো অভিজ্ঞ শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনএটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।