ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

সামান্থার জায়গায় শ্রীলীলা, কত টাকা পেলেন আইটেম গানের জন্য?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সামান্থার জায়গায় শ্রীলীলা, কত টাকা পেলেন আইটেম গানের জন্য?

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান।

সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। ইতোমধ্যেই গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে। তারপর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শ্রীলীলা। কিন্তু গানটিতে নাচতে কত টাকা নিয়েছেন এই অভিনেত্রী?

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন শ্রীলীলা।

‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে জায়গা করে নেয়। এতে পারফর্ম করার জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।  

‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। কিন্তু গেল ৮ নভেম্বর ফাঁস হয় ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের স্থিরচিত্র; তাতে শ্রীলীলাকে দেখা যায়। এর কয়েক দিন পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স নিশ্চিত করা হয়, আইটেম গানে দেখা যাবে শ্রীলীলাকে।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

এদিকে, প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।