ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

‘ক্ষমা না চাইলে পস্তাতে হবে’, মিঠুনকে পাকিস্তানের গ্যাংস্টারের হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
‘ক্ষমা না চাইলে পস্তাতে হবে’, মিঠুনকে পাকিস্তানের গ্যাংস্টারের হুমকি

কয়েকদিন আগেই বলিউড সুপারস্টার শাহরুখ খান  ও সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। হামলাও হয়েছে।

 

এবার একইভাবে হুমকি দেওয়া হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে। ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ‘ফাটাকেষ্ট’কে পস্তাতে হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি।

পাকিস্তানের গ্যাংস্টারের পক্ষ থেকে একজন ভারতীয় অভিনেতাকে হুমকির বিষয়টি স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছেন ভট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে।

গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন।

সেই বক্তব্যের জের ধরেই ভিডিও বার্তায় মিঠুনকে হুমকি দেওয়া হয়েছে।

ভট্টি বলেছেন, মিঠুন সাহেব, আমার পরামর্শ মেনে এই কথার জন্য ক্ষমা চেয়ে নিন। তারজন্য ১০-১৫ দিন সময় দিচ্ছি। আপনার স্বার্থ এবং শান্তি কায়েম রাখতে এটাই সেরা উপায়।  

ভাট্টি আরও বলেছেন, আপনি আপনাদের ভাবাবেগে আঘাত করেছেন। মনে রাখবেন মুসলিমরাও আপনাকে সমর্থন করে এবং শ্রদ্ধা করে। আপনার ছবি যখন ফ্লপ করেছে, মুসলিমরা আপনার ছবি দেখেছে। আপনার এই বয়সে অনেক মানুষই অতিরিক্ত কথা বলে ফেলেন। তারজন্য পরে ক্ষমা চান। আপনিও ক্ষমা চেয়ে নিন, নইলে পস্তাতে হবে।  

মিঠুনকে ভয় দেখিয়ে ভাট্টি আরও বলেছেন, এটা সিনেমার হুমকি নয়। বাস্তবের হুমকি। আমি কাউকে ভিডিওতে ভয় দেখাই না।  

সম্প্রতি একের পর হুমকি বার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সালমন খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ খানও। সেই তালিকায় এবার যোগ হলো মিঠুন চক্রবর্তীর নাম।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।