ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

উপদেষ্টার দায়িত্ব পেয়ে পরিবর্তন ঘটানোর আশ্বাস ফারুকীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
উপদেষ্টার দায়িত্ব পেয়ে পরিবর্তন ঘটানোর আশ্বাস ফারুকীর

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে তিনি শপথ নেন তিনি।

শপথ গ্রহণের পর নিজের অনুভূতির কথা জানান এই নির্মাতা।

ফারুকী বলেন, ‘এটা তো আমার জন্য এক ধরণের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, যেখানে না বলাটা মুশকিল। ’

এমন দায়িত্ব পাওয়ার পর নিজের কাজের ব্যাপারে এই নির্মাতা বলেন, ‘আমি আশা করি যে, যে কয়দিনই কাজ করব হয়তো কিছু পরিবর্তন ঘটাতে পারব। সেটা যদি ঘটাতে পারি তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমি এসছি সেটা সফল হবে। ’

সবশেষ ভক্ত-সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি যদি কোনও ভুল করি কাজের মধ্যে, সবার প্রতি আমার একই বক্তব্য- সরাসরি ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনেই গ্রহণ করব। ’ 

আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’র নির্মাতা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে যোগ দিলেন ফারুকী।

ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।