ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার দ্বৈত গানে ফুয়াদ নাসের বাবু, সঙ্গে সাঈদা শম্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
প্রথমবার দ্বৈত গানে ফুয়াদ নাসের বাবু, সঙ্গে সাঈদা শম্পা

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু। ১৯৭৬ সালে যাত্রা করে তার ব্যান্ড ফিডব্যাক।

বাবুর নির্দেশনায় এবং সৃষ্টিশীলতায় এই ব্যান্ড শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ব্যান্ডটির ‘এই দিনই চিরদিন রবে’, ‘মৌসুমী’, ‘গীতিকবিতা ১ ও ২’, ‘মাঝি’, ‘চিঠি’, ‘টেলিফোনে ফিসফিস’ গানগুলো উল্লেখযোগ্য।

এই ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানটি হলো ‘মেলায় যাইরে’, যা বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখের মূল গান হিসেবে পরিচিতি পেয়ে গেছে।

ব্যান্ড ক্যারিয়ারের পাশাপাশি ফুয়াদ নাসের বাবু সংগীত প্রযোজক, পরিচালক, পিয়ানো বাদক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। তবে কণ্ঠশিল্পী হিসেবে তাকে খুব একটা পাওয়া যায়নি। ব্যান্ডের অ্যালবামগুলোতে অল্প কটি গান করেছেন বলে জানান।

এদিকে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি একটি দ্বৈত গান নিয়ে আসছেন। তার সুর-সঙ্গীত ও কণ্ঠে  তৈরি হয়েছে ‘ভালবাসা ব্যথা পেলে’ শিরোনামে একটি গান। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা। গানটি লিখেছেন গোলাম মৌর্শেদ। ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

ফুয়াদ নাসের বাবু বলেন, ব্যান্ডের কিছু অ্যালবামে আমার কয়েকটি গান আছে। সেটি সংখ্যা হিসেবে বেশি না। কিন্তু কখনো দ্বৈত গান করা হয়নি। এবারই পথম এমন একটি গান করেছি। তাও আবার নিজের সুর ও সংগীতে। জানি না শ্রোতারা কীভাবে নেবে গানটি। তবে আমার সঙ্গে শম্পা ভালো গেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।