ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনার মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনার মৃত্যু

টালিউডের নন্দিত অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক মারা গেছেন।

রোববার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী কল্পনা আইয়ার।

তিনি লেখেন, অদ্ভুত লাগছে। মিশ্র প্রতিক্রিয়া এবং অস্থির।

জানা যায়, যে বেশ কয়েকদিন ধরেই অসুস্থছিলেন অভিনেত্রী হেলেনা। ডাক্তারও দেখিয়েছিলেন। বহু বছর মুম্বাই ছেড়ে আমেরিকায় থাকতেন অভিনেত্রী হেলেনার। সিনেমার পাশাপাশি এয়ারলাইন কোম্পানিতেও চাকরি করেছেন তিনি।  

১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে চোখে পড়েন হেলেনা লিউক। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। মিঠুনের প্রেমে পড়ে যান হেলেনা। মিঠুনকে ভালোবেসে বিয়েও করেছিলেন হেলেনা। তবে সেই সংসার টিকেনি! মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাদের বৈবাহিক সম্পর্ক।  

প্রসঙ্গত, হেলেনা লিউকই মিঠুনের প্রথম স্ত্রী। ১৯৭৯ সালে বিয়ে আর ডিভোর্স দুটোই হয়। সেই বছরেই মিঠুন দ্বিতীয়বার বিয়ে করেন। তার নাম যোগিতা বালি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।