ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

মাগুরা: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপিপ্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা মোহাম্মদ রেজওয়ান কবির।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ।

তিনি বলেন,  নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে অভিনেত্রী শমী কায়সার জাতিকে বিভক্ত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় এই অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা দায়ের হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।