ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার

ঢাকা: জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তবে কী অভিযোগে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন রাফাত মজুমদার রিংকু। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেও তাকে গ্রেপ্তার করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।