ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার দিতে চান ইরফান সাজ্জাদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার দিতে চান ইরফান সাজ্জাদ!

ভয়াবহ বন্যায় দক্ষিণাঞ্চলের ৯ জেলা প্লাবিত। এরমধ্যে বেশি ক্ষতি হয়েছে ফেনী অঞ্চলে।

জেলাটির তিন উপজেলার সঙ্গে এরইমধ্যে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন উদ্ধার কাজও ব্যহত হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে তীব্র স্রোতের কারণে বন্যাকবলিত অঞ্চলে নৌকা কিংবা স্পিডবোট দিয়ে উদ্ধার কাজও করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় হেলিকপ্টার দিয়ে ভুক্তভোগীদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে কথা বলছেন শোবিজ তারকারাও।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লেখেন, দক্ষ কোনো রেসকিউ টিম আছে, যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।

এদিকে, তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাকে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।