ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

মোদিকেও ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
মোদিকেও ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছেন তিনি।

বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমার আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে ইনস্টাগ্রামে শ্রদ্ধার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে।

ইনস্টাগ্রামে ফলোয়ারের দৌড়ে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা। বর্তমানে এই বলিউড নায়িকার ফলোয়ারের সংখ্যা ৯ কোটি ১৫ লাখ। মোদির ফলোয়ার ৯ কোটি ১৩ লাখ।

ইনস্টাগ্রামে ভারতীয় ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার আগে সামনে আছেন দুজন; প্রথম অবস্থানে বিরাট কোহলি (২৭ কোটি) ও দ্বিতীয় অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া (৯ কোটি ১৮ লাখ)।

১৪ আগস্ট রাতে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’ সিনেমার সিকুয়েল। অমর কৌশিক পরিচালিত এই সিনেমাতে শ্রদ্ধা ছাড়া অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।