ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন মেহজাবিন  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন মেহজাবিন   মেহজাবীন চৌধুরী

বিশ্বকাপের পর আরও একটা সফলতার পালক যুক্ত হলো আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

লাখো-কটি ভক্তের মতেই এই জয় উদযাপন করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।  

সোমবার (১৫ জুলাই) সকালে একটি রিল ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।

যেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ভক্তদের উচ্ছ্বাস। পাশাপাশি একটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে।

ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর এই পোস্টে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন।

কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। হারিয়েছে কলম্বিয়াকে।

গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে সুখবর দেন মেহজাবীন। জানান, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি।  

এবারের কোপা আমেরিকা টুর্নামেন্টের সময় আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন মেহজাবীন।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪ 
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।