ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন।

এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই চিত্রতারকা।

সোমবার (১৭ মে) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানান তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, একই রঙের পোশাক পরেছেন তারা। ছবির ক্যাপশনে মিম লেখেন ‘ঈদ মুবারক’।

এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।