ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মঞ্চের পেছনে ‘একান্ত মুহূর্তে’ শাকিব-পরীমণি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৮, ২০২৪
মঞ্চের পেছনে ‘একান্ত মুহূর্তে’ শাকিব-পরীমণি!

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। তার নামটার সঙ্গেই জড়িয়ে থাকে আলোচনা-সমালোচনা।

যেখানেই যান, যাই করেন সেটাই থাকে আলোচনার তুঙ্গে। এবার শীর্ষ নায়ক শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় এই নায়িকা। সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল সুপারস্টার শাকিব-পরীর সেই একান্ত মুহূর্তের ছবি।

শুক্রবার (৭ জুন)  ঢাকা ফ্যাশন ডে ২০২৪-তে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও।

তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন এবং শাকিবের গালে চুমু আঁকেন পরী। সেই ছবি, ভিডিওই এখন আলোচনার তুঙ্গে।

একসঙ্গে সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে শাকিব ও পরীকে। জুটি বেঁধে তারা বড় পর্দায় হাজির হয়েছেন ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায়। এরপর তাদেরকে আর একসঙ্গে সিনেমায় দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।