ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ ধরনের ভুল খবর একেবারেই গ্রহণযোগ্য নয়: একতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
এ ধরনের ভুল খবর একেবারেই গ্রহণযোগ্য নয়: একতা

বিয়ে না করে দ্বিতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেতা জিতেন্দ্রকন্যা এবং পরিচালক-প্রযোজক একতা কাপুর - বেশ কয়েকদিন ধরে বলিপাড়ায় এমনই গুঞ্জন চলছে।

এর আগে ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে ফুটফুটে ছেলের মা হন টেলিভিশন জগতের বিখ্যাত এই প্রযোজক।

 এবারও সারোগেসির মাধ্যমে মা হতে চলেছেন জিতেন্দ্রকন্যা?

এদিকে এমন খবরে বিরক্ত একতা কাপুর নিজেই। সাফ জানিয়ে দিলেন খবরটাই ভুয়া।

একতা ই-টাইমসকে বলেন, ‘এ ধরনের ভুল খবর ছড়িয়ে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এক্সক্লুসিভের নামে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয়। এটা খুবই হাস্যকর। কোথা থেকে লোকজন এই খবর পান! এ ধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত। ’

উল্লেখ্য, জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার কাপুর, কেউই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানান, তিনি বিয়ে করবেন না। কিন্তু, মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তান রবির মা হন একতা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।