ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

পাকিস্তানের হলে চলছে বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
পাকিস্তানের হলে চলছে বাংলাদেশের সিনেমা

দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’। দেশের হলে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি  লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে সেখানে প্রতিদিন ৮২টি শো চলবে।

পাকিস্তানে সিনেমাটির মুক্তির ব্যাপারে প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এম আর নাইন’ সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শন হচ্ছে।

‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।