ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

হঠাৎ ভারতে গেলেন শাকিব খান, কেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
হঠাৎ ভারতে গেলেন শাকিব খান, কেন?

এবারের ঈদে মুক্তি পেয়েছে ১৩টি সিনেমা। এগুলোর মধ্যে রাজত্ব করে চলেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’।

দেশের প্রায় ২৭৫টি সিনেমা হলের মধ্যে ২২৫টিই রাজকুমারের দখলে।  

‘রাজকুমার’-এর এই জয়জয়কারের মধ্যেই হঠাৎ ভারতে উড়ে গেলেন শাকিব খান।  

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভারতে গেছেন তিনি। উদ্দেশ্য আর কিছুই নয়; সিনেমার শুটিং।

জানা গেছে, দেশে ঈদ উদযাপন শেষে ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকায় সিনেমার এ শীর্ষ নায়ক। আগামীকাল ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা একমাস। ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এতে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে যিশু সেনগুপ্তের।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস আগেই দেখিয়েছিলেন শাকিব খান।

সিনেমাটির ঘোষণার দিন ঢাকাই সিনেমার ‘রাজকুমার’ সিনেমাটি বলেছিলেন, আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে ‘তুফান’ আমাদের সেই সুযোগ এনে দেবে।

‘তুফান’-এর পরিচালনায় রয়েছেন ‘সুরঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ইচ্ছা তার। তাই শাকিবকে নিয়ে ঈদ উদযাপন শেষেই ভারতে উড়াল দিলেন তিনি।  

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমাটি শাকিবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের মাসুমা রহমান নাবিলাকেও।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।