ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

এরপর যখন ৮টা হবে, তখন ভয়ের কারণ হবেই: মিথিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এরপর যখন ৮টা হবে, তখন ভয়ের কারণ হবেই: মিথিলা

বাসায় পাইথন পুষছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এ নিয়ে শুরুতে তেমন আপত্তি না দেখালেও এখন কিছুটা চিন্তায় পড়েছেন সৃজিতপত্নী মিথিলা।

কারণ, সাপের সংখ্যা দিন দিন বাড়ছে সৃজিতের ঘরে। বর্তমানে তার বাসায় ৪টি পাইথন রয়েছে। আরও সাপ আনার পরিকল্পনাও রয়েছে এ নির্মাতার।

যে কারণে চিন্তা বাড়তেই পারে মিথিলার।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে সে দুশ্চিন্তার কথা জানিয়েছেন মিথিলা।  

অভিনেত্রী জানান, সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’ প্রচারে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন সেখানে একটা নয়, মোট ৪টি পাইথন। যা দেখে চমকেই গিয়েছিলেন তিনি। ভয়ও পেয়েছিলেন।

বাড়িতে সাপের উপস্থিতি, তাও যেন তেন সাপ নয়, অজগর। এ নিয়ে ভয় পাচ্ছেন কিনা প্রশ্নে মিথিলা বলেন, আমার বর সৃজিতের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে ৪টি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো ৪টি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই।  

সাপের ভয়েতেই এখন বাড়ি ঢুকতে পারছেন না বলে জানান মিথিলা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।