ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

২৭ বছর বয়সেই মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
২৭ বছর বয়সেই মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা  হলিউড অভিনেতা চান্স পারডোমো

হলিউডের জনপ্রিয় অভিনেতা চান্স পারডোমো মারা গেছেন । মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন এই অভিনেতা।

 

শনিবার (৩০ মার্চ) একটি মোটরসাইকেল দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু হয়েছে। খবর বিবিসির

এক বিবৃতির মাধ্যমে চান্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জনসংযোগ কর্মকর্তা।  

ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে একটি বাইক দুর্ঘটনায় চান্স পারডোমোর অকালমৃত্যু হয়েছে। ’ 

অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। প্রিয় তারকাকে হারিয়ে ভক্ত-অনুরাগীরাও শোকাহত।  

‘জেন ভি মুমিনভ্যালি’ এবং ‘আফটার উই ফে’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান চান্স। বিবিসি থ্রি ড্রামা ‘কিল্ড বাই মাই ডেট’-এ অভিনয়ের জন্য বাফটা টিভি পুরস্কার-২০১৯ এ সেরা অভিনেতা মনোনীত হন চান্স।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।