ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মুশফিক-আইশাকে নিয়ে নাটক ‘তোমাতে হারাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
মুশফিক-আইশাকে নিয়ে নাটক ‘তোমাতে হারাই’ মুশফিক আর ফারহান-আইশা খান

শহরের এক রাস্তায় ছাদখোলা গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন শোয়েব। হঠাৎ ওপর থেকে ফুল এসে পড়ে তার গায়ে।

শোয়েব ওপরে তাকিয়ে দেখে, এক সুন্দরী মেয়ে তাকে ফুল ছুঁড়ে মেরেছে। সেই প্রথম দেখা।

কিছুদিন পর শোয়েব রাস্তায় জ্যামে আটকে আছে। তখন দেখে সেই মেয়েটি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে! শোয়েব এবার নিশ্চিত হয়, মেয়েটি তাকে ভালোবাসে। অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কিন্তু কেন? কে এই অচেনা মেয়ে? কী চায় শোয়েবের কাছে!

এমন সব প্রেমময় রহস্যের জবাব মিলবে ঈদের নাটক ‘তোমাতে হারাই’ দেখলে। যাতে শোয়েব চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অচেনা মেয়ের চরিত্রে আইশা খান। দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।

নির্মাতা জানান, গল্পটি নিখাদ প্রেমের। তবে এতে শ্রেণীবৈষম্য আর পারিবারিক বন্ধনের বিষয় জড়িত আছে। ঈদ উৎসবে দর্শকদের জন্য এটি হতে পারে দারুণ একটি গল্প।

জানা গেছে, ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিমএমভি’র ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।