ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:২৩ পিএম, মার্চ ১৫, ২০২৪
হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন

গুরুতর অসুস্থ বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চনের এনজিওপ্লাস্টি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এ বিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে জানা যায়, সাম্প্রতিক অতীতেও অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের। সেই বিষয়ে ব্লগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। হাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তার।

৮১ বছর বয়সী অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। আজ এক্সে একটি পোস্টও করেন অভিনেতা নিজেই।

তিনি লেখেন, ‘আমি চিরকৃতজ্ঞ। ’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে। যদিও এখনো পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। তার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এনএটি

বাংলাদেশ সময়: ৩:২৩ পিএম, মার্চ ১৫, ২০২৪
Nazmul Ahsan Talukder
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।