ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কবে বিয়ে করছেন বনি-কৌশানী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
কবে বিয়ে করছেন বনি-কৌশানী?

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।

কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই প্রেমিকযুগল? ভারতীয় গণমাধ্যমে এবার সেই বিষয়েই মুখ খুলেছেন বনি।

টলিউডে যখন বিয়ের মৌসুম, তখন কেউ কেউ বলছিলেন, লোকসভা ভোটের পরই চার হাত এক হচ্ছে এই তারকা যুগলের। কেউ-বা দাবি করেছেন, চলতি বছরের নভেম্বর মাসেই হতে যাচ্ছে শুভদৃষ্টি। কিন্তু বনি কী বলছেন?

স্থানীয় গণমাধ্যমে অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী বর্তমানে কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমে এলে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বনির ভাষ্য, ‌২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে।

এই অভিনেতা আরও জানালেন, মেহেদি-গানের আয়োজন সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান তিনি।  

২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’। সিনেমাটিতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম অবশেষে বাস্তবেও পরিণত হয়। এই প্রেমের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি এই তারকা যুগল।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।