ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার সিয়ামের নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এবার সিয়ামের নায়িকা ইধিকা

এবার সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা ইধিকা পাল। সিনেমার নাম ‘সিকান্দার’।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক তামিম রহমান।

তিনি বলেন, দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের।  

‘সিকান্দার’ নির্মিত হবে সংকটের গল্প নিয়ে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ইধিকা। এরপর বাংলাদেশের আরেক তারকা শরিফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার ‘কবি’ সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। বর্তমানে দেবের বিপরীতে কলকাতার সিনেমা ‘খাদান’-এ কাজ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।