ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসিতে নির্বাচন আজ, ভোটগ্রহণ সন্ধ্যা ৭টা পর্যন্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এফডিসিতে নির্বাচন আজ, ভোটগ্রহণ সন্ধ্যা ৭টা পর্যন্ত

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। তারা হলেন- সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম। ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।

এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী প্রযোজক-নেতা সামসুল আলম বলেন, আমার আমলেই ক্লাবের সাফল্য বেশি। কারণ, ক্লাবের সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে শুরু করে সদস্যদের স্বার্থ রক্ষার সব ধরনের কাজ করেছি। এবার নির্বাচিত হলে ক্লাবটিকে আরও সুন্দর করে সাজাব।

আরেক সভাপতি পদপ্রার্থী কিবরিয়া লিপু বলেন, আমাদের প্যানেল নির্বাচিত করলে ক্লাবের উন্নয়নে কাজ করব। বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে। সুযোগ পেলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এনএটি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।