ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা: পূজা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা: পূজা  অভিনেত্রী পূজা ব্যানার্জি

চিত্রজগতে আপাতত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে নিয়মিতই আলোচনায় থাকছেন টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি।

এসব ছবির মন্তব্যের ঘরে কটূক্তি, র্ভৎসনাও লেখা দেখতে পাওয়া যায় ভূরি ভূরি।

যদিও এসব সমালোচনা-কটূক্তিতে কান দেন না এই অভিনেত্রী।  

উল্টো অভিনেত্রীর দাবি— তাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না।

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এ ধারণাও ভুল বলে ধারণা তার।

পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এসএএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।