ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

এক সিনেমাতেই বাজিমাত, শাহরুখকেও পেছনে ফেললেন এই নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এক সিনেমাতেই বাজিমাত, শাহরুখকেও পেছনে ফেললেন এই নায়িকা

ছোট্ট ক্যারিয়ার, বলা যায় ক্যারিয়ারের সবে শুরু। আর এরইমধ্যে তরুণ এই অভিনেত্রী পেছনে ফেলেছেন শাহরুখ, আমির, সালমান, হৃতিক কিংবা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

কে এই সেলিব্রিটি? নাম তার - মেধা শঙ্কর। গত অক্টোবরে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা  ‘টুয়েলভথ ফেইল’ - এর পার্শ্বচরিত্রের অভিনেত্রী তিনি।  

‘টুয়েলভথ ফেইল’ অভিনেত্রী মেধা শঙ্কর

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন বলছে, ইন্টারনেট মুভি ডেটাবেসের গত ১৬ জানুয়ারি প্রকাশিত জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় রয়েছে মেধা শঙ্করের নাম। শুধু নামই ওঠেনি; ভারতীয় সব সুপারস্টারকে পেছনে ফেলে তিনিই এখন দেশের সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয়তার নিরিখে একেবারে শীর্ষে তিনি।

‘টুয়েলভথ ফেইল’সিনেমাটি সিনেপ্রেমীদের হৃদয় জয় করেই চলেছে। তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে চর্চা থামছেই না।

আর সেই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন মেধা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।