ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে মুক্তি পেল তিন সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
একসঙ্গে মুক্তি পেল তিন সিনেমা

নতুন বছরের প্রথমবার সিনেমা মুক্তি পেল শুক্রবার (১৯ জানুয়ারি)। এদিন একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে।

দেশের দুটি সিনেমা ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’ ছাড়াও মুক্তি পয়েছে ওপার বাংলার ‘হুব্বা’।

যদিও প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটছে এবার।

‘হুব্বা’ দেশে আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ৬৩ প্রেক্ষাগৃহে একযোগে চলছে সিনেমাটি। পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর নির্মাণে ‘হুব্বা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম।

এদিকে, দেশের ছবি ‘কাগজের বউ’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা। এতে অভিনয় করেছেন পরীমণি, ইমন ও ডি এ তায়েব। সিনেমাটি ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করছেন নির্মাতা।

অন্যদিকে ‘শেষ বাজি’ সিনেমাটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মেহেদী হাসান। যদিও হলের তালিকা এখনও তারা প্রকাশ করেননি। এতে অভিনয় করেছে সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।