ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না মাহি-ডলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না মাহি-ডলি ডলি সায়ন্তনী-মাহিয়া মাহি

রাত পোহালেই (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের মাঠে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন তারকা।

তবে প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মাহিয়া মাহি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার প্রতীক ট্রাক।  

রাজশাহীর প্রার্থী হলেও মাহি রাজধানীর উত্তরার ভোটার। তবে নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাকে। এ কারণেই নিজের ভোট দেওয়া হচ্ছে না মাহিয়া মাহির।  

অন্যদিকে, পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই গায়িকার প্রতীক নোঙর। তিনিও প্রথমবার নির্বাচনে লড়ছেন।  

জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার ডলি সায়ন্তনী। তবে পাবনায় থাকায় ভোটটা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকা পাবনা-২ এ থাকবেন তিনি এবং কেন্দ্রগুলোতে ঘুরবেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।