ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

‘আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন’, কার কথা বললেন নয়নতারা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
‘আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন’, কার কথা বললেন নয়নতারা? নয়নতারা

দক্ষিণ ভারতের সিনেমার ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার নয়নতারা। যার ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবন নিয়েই উৎসাহী ভক্তরা।

চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন তিনি।

এ উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী লেখেন, আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকা শক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লেখেন, আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাকের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।

নয়নতারা বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রাখেনঅ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রায় দেন না। এমনকি ‘জওয়ান’র মতো সুপারহিট সিনেমার পরও তার সাক্ষাৎকার পাওয়া যায়নি। হাজির হননি মুম্বাইয়ে সিনেমার সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানেও।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন নয়নতারা। এরপর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।  

নয়নতারাকে দেখা গেছে বাণ্যিজক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণি সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।