ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

আসাম যাচ্ছেন শাকিব-বুবলী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আসাম যাচ্ছেন শাকিব-বুবলী শাকিব খান ও শবনম বুবলী

গত ২১ ডিসেম্বর গণমাধ্যমের খবরে জানা যায়, ঢালিউড সুপারস্টার শাকিব খান আসাম যাচ্ছেন। ২৮ ও ২৯ ডিসেম্বর ভারতের রাজ্যটির পশ্চিম খাগড়াবাড়ি ও পশ্চিম গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করার কথা রয়েছে তারা।

 

এবার জানা গেল, ২৮ ডিসেম্বর শুধু শাকিব খান নন, সেদিন আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেইনমেন্টের আয়োজনে একটি শোতে অংশ নেবেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তার সঙ্গে আরও থাকবেন অভিনেতা নিরব হোসেন।

নিরব গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবার আমি ও বুবলী আসাম যাচ্ছি। সেখানকার মানুষ আমাদের খুব পছন্দ করে। এবারই প্রথম তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হচ্ছে। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।