ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

‘ডানকি’ থেকে আসা টাকা স্টার্ক নিয়ে নেবে: শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
‘ডানকি’ থেকে আসা টাকা স্টার্ক নিয়ে নেবে: শাহরুখ

ভারতে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোরেই প্রেক্ষাগৃহগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার। কারণ, শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে।

অবশ্য সিনেমাটি যে ব্যবসাসফল হবে মুক্তি পাওয়ার আগেই ধারণা করে রেখেছেন অনেকে।  কেউ কেউ বলছেন, ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ডানকি।

বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ আস্ক এসআরকে সেশন রেখেছিলেন শাহরুখ। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।  

সেখানেই এক ভক্ত মজার ছলে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর আইপিএলে অসি পেসার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু?

ভক্তের এমন মজাদার প্রশ্নের জবাবও মজা করেই দিলেন শাহরুখ। তিনি পাল্টা টুইটে লিখেছেন, এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা...

ভক্তের এমন প্রশ্ন করার কারণও আছে।  

সদ্য অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে যা কিনা সর্বোচ্চ দাম।  

তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।