ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মা-বাবাকে নিয়ে ওমরাহ পালন করলেন পলাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
মা-বাবাকে নিয়ে ওমরাহ পালন করলেন পলাশ

মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ‘কাবিলা’খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।  

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি।

বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে পলাশ লেখেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। কয়েক মাস আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে। সেসময় এই অভিনেতা বলেছিলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান জিয়াউল হক পলাশ। এরপর কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেন পলাশ।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।