ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম!  মাফতুহা জান্নাত জিম ও আবু হুরায়রা তানভীর

সম্প্রতি ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নামের একটি একক নাটকের অভিনয় করলেন আবু হুরায়রা তানভীর ও মাফতুহা জান্নাত জিম। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে জিম বলেন, এ নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। তবে কাজটি করে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। কারণ, আমি কখনো পান খাইনি। কিন্তু এ নাটকের জন্য অনেকগুলো পান খেতে হয়েছিল। এ কারণে কয়েক দিন পানি ব্যতীত মুখে কিছু দিতে পারিনি। তবে চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই ভালো লাগার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

জানা গেছে, ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, সুষমা সরকার, হানিফ পালোয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।