ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হঠাৎ কেন গাড়ি বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
হঠাৎ কেন গাড়ি বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল? অনন্ত জলিল

ঢালিউডের আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যক্তিগত থেকে পেশাদার অনেক কিছুই নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিলেন এই নায়ক!

একইসঙ্গে জানালেন, তার ব্যবহৃত দুটি গাড়ি বিক্রি করে দেবেন তিনি। যার একটি হলো টয়োটা লেক্সাস ও অন্যটি হুন্দাই ব্র্যান্ডের।

হঠাৎ কেন গাড়ি বিক্রি করে দিচ্ছেন? এ বিষয়ে জানা যায়, দুটি গাড়িই অনন্ত জলিল ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহৃত করতেন। এর মধ্যে একটি তার দুই সন্তানকে আনা নেওয়া এবং অন্যটি বিভিন্ন শুটিংয়ের জন্য কাজে লাগাতেন। নতুন গাড়ির নেওয়ার জন্যই এগুলো বিক্রি করে দিচ্ছেন তিনি।  

অনন্ত শেষ করেছেন তাদের নতুন সিনেমা ‘নেত্রী, দ্য লিডার’র কাজ। এতে আফিয়া নুসরাত বর্ষাকে নেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।