ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

আর্মি স্টেডিয়ামে আজ ‘চলো বাংলাদেশ কনসার্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আর্মি স্টেডিয়ামে আজ ‘চলো বাংলাদেশ কনসার্ট’

চলমান ক্রিকেট বিশ্বকাপে লড়ছে বাংলাদেশ। ইতোমধ্যেই চারটি ম্যাচ খেলেছে টাইগাররা।

আগামীর ম্যাচগুলোতে জেতার প্রত্যয় রয়েছে অটুট। আর সেই প্রত্যয়ে উৎসাহের হাওয়া দিতে আয়োজন করা হয়েছে বিশাল এক কনসার্টের।

এই কনসার্টের শিরোনাম ‘চলো বাংলাদেশ কনসার্ট’। শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি।

কনসার্টে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ওয়ারফেজ, নেমেসিস ও রাফা অ্যান্ড ফ্রেন্ডস। এছাড়া দেশের জনপ্রিয় চার সংগীত তারকাও গান গাইবেন এ কনসার্টে। তারা হলেন- হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই।

মুঠোফোর সেবাদান প্রতিষ্ঠান গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।