ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশি গানে কুমার শানু, সঙ্গে জেনিফার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
বাংলাদেশি গানে কুমার শানু, সঙ্গে জেনিফার

উপমহাদেশের মেলোডি কিং কুমার শানুর। বলিউডের পাশাপাশি কলকাতার সিনেমা, এমনকি বাংলাদেশেও বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

এবার আরও একবার বাংলাদেশি গানে যুক্ত হলেন কুমার শানু।

জানা গেছে, ‘দিলরুবা’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গায়িকা জেনিফার। এটি আগামী ২৬ অক্টোবর গায়িকার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

‘দিলরুবা’ গানের কথা লিখেছেন রনিত ঘোষ। এর সুর করেছেন তাজুল ইসলাম আর সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।

কুমার শানুর সঙ্গে ডুয়েট গান করে উচ্ছ্বসিত জেরিফার। তার ভাষ্য, শানুদা উপমহাদেশের জনপ্রিয় একজন কন্ঠশিল্পী। তার সঙ্গে ডুয়েট গান গাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া। আশা করছি, আমাদের গানটি শ্রোতাদের ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।