ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচে হাজির আনুশকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচে হাজির আনুশকা!

কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছিলেন না তিনি।

এরই মাঝে গুজন ওঠে আবারও মা হতে চলেছেন আনুশকা।

শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে। এমন সময়েও চলমান ক্রিকেট বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হলেন এই আনুশকা।

বিরাটপত্নীকে এদিন সকাল সকাল আহমেদাবাদ বিমানবন্দরে দেখা গেছে। বেটার হাফ তথা টিম ইন্ডিয়াকে সমর্থন করতেই অভিনেত্রীর এই গমন। এদিন তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন।  

প্রসঙ্গত, ২০২১ সালে আনুশকা-কোহলির সংসার আলো করে আসে তাদের কন্যা সন্তান ভামিকা। এবার তাদের কোল জুড়ে আসতে চলছে দ্বিতীয় সন্তান!

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।