ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো ‘জওয়ান’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো ‘জওয়ান’!

অপেক্ষার প্রহর শেষ করে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। তবে মুক্তির পরেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মুক্তির মাত্র ৬ ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমাটি।

শুধু তাই নয়, বেশ কয়টি পোর্টালে বলা হচ্ছে, ‘জওয়ান’ এর এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট ওয়েবসাইটে! তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি।

ভারত ছাড়াও ‘জওয়ান’ সিনেমার উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এদিকে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’র ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখে সিনেমাটিকে রীতিমত প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। কিন্তু তারই মাঝে ‘জওয়ান’ ফাঁস হওয়ার খবরটি হতাশ করেছে শাহরুখ ভক্তদের। তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য জানাননি শাহরুখ কিংবা পরিচালক অ্যাটলি কুমার।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।