ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

নতুন শিল্পী নিচ্ছে বিটিভি, অডিশন শুরু ১ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
নতুন শিল্পী নিচ্ছে বিটিভি, অডিশন শুরু ১ সেপ্টেম্বর

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে লোক নেওয়া হবে।

এজন্য অডিশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। বিটিভি সূত্রে এমনটাই জানা গেছে। আরও জানা যায়, শুধুমাত্র ঢাকা কেন্দ্রের জন্যই শিল্পীরা আবেদন করতে পারবেন।

বিটিভি সূত্রে জানা গেছে, ২০ আগস্টের মধ্যেই বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে তালিকাভুক্তির আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কার্যালয়ে জমা দিতে হবে।

শিল্পীদের তালিকাভুক্ত করা ক্ষেত্রে বিচারকমন্ডলীর তালিকায় থাকবেন স্ব-স্ব ক্ষেত্রে স্বনামধন্য ও গুণী সঙ্গীতজ্ঞরা।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।