ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল মনোয়ার হোসেন ডিপজল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (০৯ আগস্ট) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

এক ফেসবুকবার্তায় এই অভিনেতা বলেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

এর আগে, গেল ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে বাঁ চোখে অপারেশন হয় ডিপজলের। এবার রুটিন চেকআপ জন্যই সিঙ্গাপুর গেলেন তিনি।

ডিপজল অভিনীত ‘জিম্মি’, ‘বাংলার হারিকিউলিস’ সিনেমাগুলো প্রদর্শনের জন্য রেডি আছে। এই অভিনেতা নতুন ৭ টি সিনেমার কাজ শুরু করবেন শিগগিরই।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।