ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমায় আফরান নিশো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
নতুন সিনেমায় আফরান নিশো! আফরান নিশো

ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আফরান নিশোর। এখনও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

এরই মধ্যে জানা গেল নিশোর নতুন সিনেমায় অভিনয়ের খবর।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা নির্মাণ করবেন আবরার আতহার। এর আগে যিনি থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন আফরান নিশো।

জানা গেছে, গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা।

শুধু জানিয়েছে, তারা পরিকল্পনা করছে, সব ঠিক হলেই বিস্তারিত জানাবে। মুখ খোলেননি আফরান নিশোও।

তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

এদিকে, আবরার আতহার বলেন, আমি সিনেমা বানানোর প্ল্যান করেছি এটি সত্য; সবই প্রাথমিক আলোচনায় রয়েছে। আর্টিস্ট চূড়ান্তের বিষয়য়ে প্রাথমিক আলাপ হয়েছে। তবে শিগগিরই চূড়ান্ত করে সব জানাব।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।