ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব খানের মেকআপ আর্টিস্টকে অস্কার দেওয়া উচিৎ: মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
শাকিব খানের মেকআপ আর্টিস্টকে অস্কার দেওয়া উচিৎ: মাহি শাকিব খান-মাহিয়া মাহি

‘‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব ভাইয়াকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন।

শাকিব ভাই তেমনটিই করেছেন। তার এই লুক দেখতে ভীষণ সুন্দর লাগছে। ’-এভাবেই ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের লুক নিয়ে প্রশংসা শোনা গেল মাহিয়া মাহির কণ্ঠে।

শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেকে ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। সেখানেই হাজির হয়েছিলেন মাহি। এই আয়োজনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন তিনি।  

মাহি বলেন, শাকিব ভাইয়ের এই মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ। আমি বলব- যিনি এই মেকআপ করেছেন তাকে অস্কার দেওয়া উচিৎ। বাংলাদেশে এমন গেটআপ আগে দেওয়া হয়েছে আমার মনে হয় না। সবকিছু মিলিয়ে শাকিব ভাই বেস্ট।  

মাহি আরও বলেন, ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ অনেক ভালো যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো সংবাদ। কারণ আমাদের আরও কাজ বাড়বে। ভালো ভালো কাজ পাব। সবকিছু মিলিয়ে সিনেমার ভালো একটা সময় যাচ্ছে।  

এ সময় মাহি জানান, ‘সুড়ঙ্গ’র মাধ্যমেই ঈদের সিনেমা দেখা শুরু করলেন তিনি। এরপর পর্যায়ক্রমে ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ সিনেমা দুটি দেখবেন তিনি।

মাহিয়া মাহি বর্তমানে রাজনীতি ও নিজের সদ্যোজাত সন্তান নিয়েই ব্যস্ত। মা হওয়ার পর অনেকটাই মুটিয়েও গেছেন হালের এই চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার অগ্নিকন্যা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।