ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী স্বাগতার নতুন গান প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
অভিনেত্রী স্বাগতার নতুন গান প্রকাশ

অভিনয়ের পাশাপাশি গানও করেন জিনাত শানু স্বাগতা। সেই ধারাবাহিকতায় আবারো নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

গানের শিরোনাম ‘সে সামথিং’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

শুক্রবার (২ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়।

এসময় স্বাগতা জানান, তার সঙ্গে গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন হাসান আজাদ৷ সংগীত আয়োজন করেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক।

স্বাগতা বলেন, ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।

গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।