ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় গানেও নজর কাড়লেন অধরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
দ্বিতীয় গানেও নজর কাড়লেন অধরা

আগামী ২ জুন (শুক্রবার) মুক্তি পাচ্ছে সৈকত নাসির নির্মিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা সুলতানপুর। এরইমধ্যে এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে।

এবার আরো একটি গান প্রকাশ পেল ‘সুলতানপুরএর। এই গানেও নজর কেড়েছেন অধরা, উঠে এসেছে তার প্রতিবাদী মুখ।

প্রথম গানে সাঞ্জু জনের সঙ্গে রোমান্স অধরাকে চিনিয়েছিলে যেভাবে ঠিক দ্বিতীয় গানে যেন এর বিপরীত। এক প্রতিবাদী চরিত্র।

অধরা বলেন, পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমি শুধু আমার অভিনয়টাই সুক্ষ্মভাবে করে যেতে পেরেছি। আগামী শুক্রবার দর্শকেরা এর রায় দেবেন।

বোকা মনশিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।

গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘‘একটি প্রেমের গান বোকা মন। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের বোকা মনসবার ভালোবাসায় আরো এগিয়ে যাক।

সুলতানপুর’-এ আরো অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ।

সুলতানপুরএর প্রথম গান জানরেতে কণ্ঠ দিয়েছিলেন ভারতের স্নিগ্ধজিৎ। যিনি ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৮, ২০২৩

এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।