ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

আট মাসের কঠোর পরিশ্রম, দীঘির ওজন এখন ৫২ কেজি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আট মাসের কঠোর পরিশ্রম, দীঘির ওজন এখন ৫২ কেজি প্রার্থনা ফারদিন দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি। প্রকাশ্যে কথা শুনতে হয়েছে তাকে।

সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি। ওজন ইস্যুতে অবশেষে সফল এই নায়িকা।

দীঘি জানালেন, গেল আট মাসে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন।

ওজন কমানো প্রসঙ্গে দীঘির ভাষ্য, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরো অনেককিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরো শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালোবাসা পাচ্ছি।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতোটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে ২০২২ সালের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।